আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর এর জন্য ৪ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪০০ টাকা থেকে সর্বনিম্ন ৮০ টাকা হারে সরকার টোল নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল, ১৬ সেপ্টেম্বর এমআরটিআই লাইন ৫ এর নির্মাণ কাজ এবং ২০ অক্টোবর এমআরটিলাইন ৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে”।
“নির্বাচনকে সামনে রেখে সেতু বা টানেল উদ্বোধন নয়। কাজ শেষ হয়েছে তাই উদ্বোধন হচ্ছে”- বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী জানান, “৪ ক্যাটাগরিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হবে। আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হবে। যানবাহনকে ক্যাটাগরি ভেদে সর্বোচ্চ ৪০০ টাকা থেকে সর্বনিম্ন ৮০ টাকা হারে টোল দিতে হবে”।
“ক্যাটাগরি-১ এ কার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাস এবং হালকা ট্রাক ৮০ টাকা; ক্যাটাগরি-২ এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা; ক্যাটাগরি-৩ এ ৬ বা তার বেশি চাকার ট্রাক ৪০০ টাকা; ক্যাটাগরি-৪ এ সকল ধরনের বাস ১৬০ টাকা”- জানান কাদের।
পরে রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশ নিয়ে ভারত বা আমেরিকার আগ্রহ বাড়ছে। আগামী ৪ মাস চ্যালেঞ্জিং। রাজনীতি বা ব্যক্তি জীবনে কোনো চ্যালেঞ্জই অনতিক্রম্য নয়”।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে কাদের বলেন, “এ বছর জানুয়ারী থেকে ১৭ অগাস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পাওয়া গেছে সড়ক দুর্ঘটনার”।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত