এফ এম সিফাত হাসান শেরপুর
শনিবার (১৯ আগস্ট) দুপুরে শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে মামুন (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মামুন ওই এলাকার ছোবহান আলীর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের মামুন পড়াশুনা শেষ করে বাবার সংসার দেখাশুনা করে আসছে। সে এক সন্তানের জনক। আজ শনিবার দুপুরে বাড়ির পাশের নিজেদের সেচ পাম্প চালু করার জন্য যায় সে। কিন্তু পূর্ব থেকেই পাম্পটির লাইন বিদ্যুতায়িত ছিল। এসময় মামুন সেচ মটর চালুর জন্য স্যুইচে চাপ দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে মারা যায়। এ ঘটনায় মহর উদ্দিন (৪০) নামের অপর আরেক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় নিহত মামুনের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত