রাজধানীতে ঋতুপর্ণা কর্মকার(২৬)নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার পরিবারের স্বজনরা জানিয়েছে,পড়াশোনা শেষ করার পরও দীর্ঘদিন চাকরি না পাওয়ার হতাশায় বিষ পান করে সে এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয় তার।
ঋতু কর্মকার রাজশাহীর বাঘা থানার আড়ানি গ্রামের নিপেন কর্মকারের মেয়ে। বর্তমানে আজিমপুরের একটি বাসায় ভাড়া থাকতেন।
মৃত শিক্ষার্থীর ভাই, বিজয় কর্মকার জানান,
লেখাপড়া শেষ করলেও দীর্ঘদিন চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিল সে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আজিমপুরের ভাড়া বাসায় বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে সে। পরে আমরা জানতে পেরে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে তার পাকস্থলী ওয়াস দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নং ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গতরাত সাড়ে তিনটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয় তাকে।পরে আজ দুপুর বারোটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ২২ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
তিনি আরো জানান,ঋতু কর্মকার,২০১৫-১৬ সেশন,রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রাজশাহী কলেজ (DUSARC)সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলেও তিনি জানিয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, মরদহটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত