ভারতে বাড়িতে ঢুকে বিমল কুমার যাদব নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (১৮ আগস্ট) ভোরের দিকে বিহারের আরারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিহার পুলিশ বলছে, ৩৫ বছর বয়সী বিমল কুমার ভারতের ‘দৈনিক জাগরণে’ কাজ করতেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বন্দুকধারীরা তার বাড়ির দরজায় ধাক্কা দেয়। দরজা খোলার সাথে সাথে সন্ত্রাসীরা তার বুকে গুলি করে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি দ্রুত এই ঘটনার তদন্ত শুরু করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
দুই বছর আগে একই কায়দায় খুন হয়েছিলেন বিমল কুমার যাদবের ছোট ভাই কুমার শশিভূষণ। যাদব এই মামলার প্রধান সাক্ষী ছিলেন। মামলার আসামিরা তাকে সাক্ষ্য না দেওয়ার জন্য একাধিকবার হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। ফলে যাদবের খুন হওয়ার সঙ্গে তার ছোটো ভাইয়ের মামলার যোগসূত্র থাকতে পারে ধারণা করা হচ্ছে।
বিহার পুলিশের অতিরিক্ত মহাপরিচালক জিতেন্দ্র সিং গঙ্গওয়ার বলেন, অভিযুক্তরা চার্জশিট পড়ার পর যাদবের সাক্ষ্য তাদের মামলার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকতে পারে। পুলিশ এই বিষয়টি মাথায় রেখে হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করবে। যাদবের পরিবারও দুটি খুনের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করছে।