মোঃ জুবাইরুল ইসলাম, চকরিয়া
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় থানায় করা দুটি মামলায় পেশাদার নিরীহ চার সাংবাদিককেও আসামি করায় চকরিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকালে চকরিয়া প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ক্লাবের নেতৃবৃন্দরা অবিলম্বে চার সাংবাদিক যতাক্রমে প্রেসক্লাবের সাবেক আব্দুল মজিদ, এ এম ওমর আলী, কেএম বেলাল উদ্দীন ও একেএম ইকবাল ফারুককে মামলা থেকে অব্যাহতি দিয়ে সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানিয়েছেন। অন্যতাই সাংবাদিকরা কঠোর অবস্থানে যাবেন বলে সভায় ঘোষণা দেওয়া হয়। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত