বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৬ষ্ঠতম সংঘরাজ ও মহাসংঘনায়ক রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ: উইচারিন্দ মহাথেরো’র প্রয়ানে বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা শ্রদ্ধাঞ্জলি শোক প্রকাশ করা করেছেন। শুক্রবার (১৮ আগষ্ট) সকালে সাড়ে ৮টায় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে শেষ মহাপ্রয়ান হওয়া বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি শোক প্রকাশ করেন।
বিহারাধ্যক্ষ ও ৬ষ্ঠতম সংঘরাজ এবং মহাসংঘনায়ক ভদন্ত উ: উইচারিন্দ মহাথেরো গত ১৭ আগষ্ট ২০২৩ইং বৃহস্পতিবার বিকাল ৩.২৫ মিনিটে মহাপ্রয়ান হয়। শেষ মহাপ্রয়ান অনুষ্ঠানে হাজার হাজার দায়ক-দায়িকারা শোক প্রকাশ জানাতে উপস্থিত হয়েছেন।
রোয়াংছড়ি পাড়ার স্থায়ী বাসিন্দা পিতা মৃত উ সাজাই মারমা ও মাতা মৃত ড মাথুই মারমা’র ৪ সন্তান ও ১কন্যা হলো বড় ছেলে (১) উচিংথোয়াই মারমা, (২) গংব্রা মারমা, (৩) মংহ্লাচিং মারমা, (৪) মংম্রা মারমা (সংঘনায়ক), কন্যা (৫) মাসংচিং মারমা। মংম্রা মারমা’র ১৯৩৩ সালে রোয়াংছড়ি পাড়ায় জন্ম হয়। ১৯৪৮ সালের ১৫ বছর বয়সে শ্রমণ বা প্রবজ্জ্যা গ্রহণ করেন। ১৯৫৫ সালের ২২ বছর বয়সে ভান্তের দিক্ষা নেন। শ্রমণ করার পরে মায়ানমার রাইংগুন শহরে খারাইক্যং এর লেখা পড়া করে বসবাস করেন। ভান্তে থাকার কালে থেরো, মহাথেরো ও সংঘনায়ক পদে উপাধি লাভ অর্জন করেন। ভান্তে অবস্থা ৬৮ বছর বষর্বাস বা ওয়া ছিলেন। তিনি ৯০ বছর ৬ মাস এর ১৭ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৩.২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাহার পৃথিবীতে কোন ওয়ারিশগণ রাখেননি শুধুমাত্র দায়ক-দায়িকা তারার পরিচয়।
আগামী ২১ আগষ্ট ২০২৩ রোজ সোমবারে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের প্রাঙ্গণে ক্রাকলাই বা প্রতিবদ্ধ করণ অনুষ্ঠান ধার্য করা হয়েছে।