আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।
১৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১ টায় গোপন তথ্যের ভিত্তিতে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তিনটহরী ইউনিয়নের তিনটহরী শিবির- কুমারী সড়কে অবস্থান নেন। এ সময় দুই মাদক কারবারী মো. সালাহ উদ্দিন ওরফে রিয়াজ (১৭) এবং মো. ফরহাদ হোসেন ওরফে ছোটনের (২০) শরীর তল্লাশি করে ৫২ (বায়ান্ন)পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পাওয়া যায়।
পরে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটক শিশু মো. সালাহ উদ্দিন ওরফে রিয়াজ (১৭), পিতা-মৃত শামসুল হক, মাতা- লায়লা বেগম, সাং- তিনটহরী গুচ্ছগ্রাম, ০৬নং ওয়ার্ড এবং মো. ফরহাদ হোসেন ওরফে ছোটন (২০), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- তিনটহরী আনসার হেডকোয়ার্টার, ০৮নং ওয়ার্ড, উভয় ০৪নং তিনটহরী ইউপি, থানা- মানিকছড়ি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত