ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ছাদ ধসে দুই বাবুর্চি গুরুতর আহত হয়েছেন। তারা হলেন আলমগীর হোসেন(৫০) এবং রবিউল ইসলাম(৫৫)। পেশায় তারা দুজনই বাবুর্চির কাজ করেন।
বৃহস্পতিবার(১৭ আগস্ট) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী
জানান,ডাইনিং এর কাজ শেষ করে বিশ্রামের জন্য ওই বাবুর্চিরা হলের নিচ তলা কক্ষে যাওয়া মাত্রই এই দুর্ঘটনাটি ঘটে। যায় তখনই এই দুর্ঘটনাটি ঘটে। পরে আমরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তারা আরো জানায়, এই ঘটনায় আখতারুজ্জামান ইলিয়াস হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় শিক্ষার্থীদের চিৎকারে শব্দে আমরা ওখানে গিয়ে দেখি একজন বাবুর্চির মাথা ফেটে গেছে, অন্যজনের পা কেটে গেছে।
হঠাৎ করেই চিল্লাচিল্লির আওয়াজ আসে আমরা ওখানে গিয়ে দেখি একজনের মাথা ফেঁটে গেছে এবং অপর একজনের পা কেটে গেছে। পরে তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই।
এ বিষয়ে ইলিয়াস হলের প্রোভোস্ট মাহমুদুল হাসান সবুজ জানান গত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে ফলের বেশ কয়েকটি কক্ষের চারিপাশের দেওয়াল এবং ছাদের কিছু অংশ ডেম হয়ে যাওয়ায় এমন ঘটনাটা ঘটে থাকতে পারে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। হল কর্তৃপক্ষ আহত ওই কর্মচারীদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত