সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলাউল আকবর গত বুধবার এ আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবুল কালাম আজাদ ২০১০-১১ অর্থবছরের ২য় কিস্তি হতে ২০১৯-২০ অর্থবছরের ৪র্থ কিস্তি পর্যন্ত ৪৩ লক্ষ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌর কর) পরিশোধ না করায় এবং বারবার তাগাদা দেওয়া ও তলব করা সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি। আদালতে গরহাজির থাকায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আসামিকে গ্রেফতার করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
এছাড়াও আদেশে আদালত আগামী ৩০ অগাস্ট তারিখে আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানী অনুষ্ঠানের দিন ধার্য করেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত