হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। যাত্রীবেশে ঘুরে বেড়ানো অবস্থায় বুধবার রাতে মো. মামুন (৩১) নামের ওই অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট এপিবিএন জানিয়েছে, জুস খাইয়ে বিমানবন্দরে যাত্রীদের সর্বস্ব লুটে নিত মামুন।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞান পার্টি জুস খাইয়ে বিমানবন্দরে যাত্রীদের সব নিয়ে যাচ্ছে এমন দুটি অভিযোগের ভিত্তিতে সতর্ক অবস্থান নেয় এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা। পরে বুধবার রাতে মামুনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মামুনের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
জানা যায়, গত ৬ ও ১৩ আগস্ট অজ্ঞান পার্টির দুটি অভিযোগ পাওয়া যায়। দুইটি অভিযোগেই একই ধরনের। ৫ আগস্ট দুবাই থেকে আসা অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। কৌশলে প্রতারক অজিতের গন্তব্য জেনে নেয়। এরপর নিজেও একই দিকে যাবেন বলে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন মামুন। আস্থা অর্জন করে অজিতকে জুস পান করালে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে পাওয়ার পর অজিত বুঝতে পারেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সকল মালামাল হারিয়েছেন।
এমনই আরেক অভিযোগ পায় এয়ারপোর্ট এপিবিএন। যাত্রী ইয়াসিন আরাফাত ৮ আগস্ট দোহা থেকে ঢাকা ফেরার পর একইভাবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সকল অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এয়ারপোর্ট এপিবিএন। তদন্তে মো. মামুনকে অভিযুক্ত অজ্ঞান পার্টির সদস্য হিসেবে শনাক্ত করে এপিবিএনের অপারেশন টিম। পরে বুধবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে মামুনকে ফের যাত্রীবেশে বিমানবন্দরে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট এপিবিএন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আটক হওয়ার সময় নিজেকে যাত্রী দাবি করেন মামুন। এ সময় যাত্রীর মত ব্যাগ বহন করতে দেখা যায় তাঁকে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিজের অপকর্মের কথা স্বীকার করেন মামুন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত