আজ উদ্বোধন হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম। সকাল ১০টায় ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে গোপালগঞ্জ, বাগেরহাট, রংপুর জেলা এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন। প্রাথমিকভাবে কিস্তি আদায় শুরু হচ্ছে দেশের আট জেলায়।
পর্যায়ক্রমে সব জেলার ১৮ থেকে ৫০ বছর বয়সীরা এর অর্ন্তভূক্ত হবেন। কিস্তি নেওয়া হবে ৫০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। বেসরকারি চাকরিজীবীদের জন্য -প্রগতি, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীদের জন্য-সুরক্ষা, বিদেশে থাকা বাংলাদেশীদের জন্য-প্রবাসী এবং অতি দরিদ্রদের জন্য-সমতা স্কিম চালু হবে। সমতা স্কিমের জন্য ৫০ শতাংশ চাঁদা দেবে সরকার।
বৃহস্পতিবার থেকে অনলাইন ফরম পূরণ অথবা সরাসরি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে নিবন্ধন করা যাবে এবং চাঁদা দেওয়া যাবে। মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমেও চাঁদা দেওয়ার সুযোগ রয়েছে।
পেনশন কর্তৃপক্ষের সূত্রগুলো জানায়, চারটি স্কিমের জন্য আলাদা চারটি হিসাব খোলা হয়েছে সোনালী ব্যাংকে। এ হিসাবগুলোতে চাঁদা জমা হবে। সোনালী ব্যাংক দিয়ে যাত্রা শুরু হলেও পরে অন্য ব্যাংকও যুক্ত হবে।
এরই মধ্যে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ এর গেজেট প্রকাশ করা হয়েছে। গত নির্বাচনি ইশতেহারে সর্বজনীন পেনশন চালুর প্রতিশ্রুতি দেয় আওয়ামী লীগ। সেটাই চালু হচ্ছে আজ। যারা চাঁদা দেবেন তারা ৬০ বছরের পর থেকে পাবেন পেনশন সুবিধা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত