মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ):
বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের বেলকুচিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ১৬ই আগষ্ট বেলকুচি উপজেলা অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেরামত আলী তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ইমতিয়াজ উদ্দিন, শাহিন হাফেজ, নজরুল ইসলাম, আলহাজ্ব রাজ আলী, নূরুল ইসলাম তুহিন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদুল হক মুক্তা, আব্দুর রাজ্জাক প্রামানিক, মাহমুদুল হাসান।
উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম কমিশনার, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া। সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক পলাশ, সদস্য সচিব রেজা প্রামাণিক, উপজেলা ছাত্রদলের সদস্য রিজন সরকার, রাব্বি, জোবায়ের সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশ্ববাসীর নিকট দোয়া কামনা করেন সেই সাথে তার উপযুক্ত সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য কর্তৃপক্ষের নিকটে আহবান জানান।