• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ সনাক ও সুরবালা স্মৃতি বিদ্যাপীঠের দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা আয়োজন

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি) / ২৩৭ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)

‘টেকসই বিশ্ব বিনির্মাণে চাই তারুণ্যের জন্য সবুজ দক্ষতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবসকে কেন্দ্র করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ এর যৌথ আয়োজনে বুধবার দুপুরে বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ এর ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইয়েস সদস্য রাত্রি চাকমা ও হৃদয় বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য প্রফেসর বাঞ্ছিতা চাকমা। তিনি বলেন, তরুণরা বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় এবং সমাজের অসঙ্গতি দূরীকরণে সচেষ্ট থাকেন। যুব দিবসের জন্য জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য বর্তমান প্রেক্ষাপটে যথাযথ হয়েছে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সহ সভাপতি ও শিক্ষা উপ কমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা। উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে যুব দিবসের প্রেক্ষাপট, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে যুবদের ভূমিকা, বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে টিআইবি-সনাক এর ভূমিকা, তথ্য অধিকার আইন, ২০০৯ ও দুর্নীতিবিরোধী কার্যক্রমে তরুণদের সম্পৃক্তকরণ ইত্যাদি বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ইয়েস সদস্য বাবুল মারমা ও মোঃ ফাইজুল ইসলাম। উপস্থাপনা শেষে ছাত্র ছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কান্তি চাকমা তার বক্তব্যে বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিকে নির্মূল করতে হলে মনেপ্রাণে দুর্নীতিবিরোধী চেতনা ধারণ করতে হবে। তিনি আরও বলেন, অত্র বিদ্যালয় সদর উপজেলার অন্যান্য বিদ্যালয়ের তুলনায় দুর্গম এবং সুবিধাবঞ্চিত। এ ধরণের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের দুর্নীতিবিরোধী চেতনা গড়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি ছাত্র ছাত্রীদের সততার সাথে জীবযাপনের পরামর্শ প্রদান করেন এবং দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সাহসিকতার সাথে কাজ করার জন্য আহবান জানান। সভাপতি তার বক্তব্যে বলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমে এসিজি এবং বিদ্যালয় কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করবে। দুর্নীতি প্রতিরোধ করার জন্য তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া, সভায় সনাক সদস্য গৈরিকা চাকমা, সহকারি প্রধান শিক্ষক জয়িতা দেওয়ান, এসিজি সমন্বয়কারী প্রিভেল চাকমা প্রমুখ বক্তব্য প্রদান করেন। অতিথিদের বক্তব্য শেষে প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ জনকে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোতিায় মোট ৭৫ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ