রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে তিন তলা থেকে পড়ে নাজমুল হোসেন(২৪) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন।
বুধবার(১৬ আগষ্ট) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সোয়া সাতটায় মৃত ঘোষণা করেন।
নাজমুল টাংগাইল সদরের ছোট গাউয়া বাড়ি গ্রামের আব্দুল লতিফ এর ছেলে সে। বর্তমানে সে উত্তরার নির্মাণাধীন ওই ভবনেই থাকতো।
সহকর্মী আবু তাহের জানান, উত্তর আর ১৪ নং সেক্টরের ১৪ নম্বর রোডের সাত তলা নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় রড কাটার কাজ করছিলেন নাজমুল। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ স্পর্শে তিন তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় তিনটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।