সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ(রাজবাড়ী
শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজাবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে জাতীয় শোক দিবস-২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুরুতে জাতীর পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন, আলোচনা সভা, আলোচনা সভা শেষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা মো. মহিউদ্দিন মহি।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের হলরুম দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় শোকাবহ আগষ্টের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক মো. জুলফিকার আলী, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল।
এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট মো. ঈমান হোসাইন, কাউন্সিলর রেনু আক্তার, প্যারামেডিক হারুন-অর-রশীদ, বেদেনা আক্তার, খাদিজা খাতুন, মোস্তাকিন হোসেন প্রমুখ।