রাজধানীর মোহাম্মদপুর এলাকা কিসের আধিপত্যের জেরে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত দুটি করে ধারালো অস্ত্রের আঘাতে আহতের ঘটনা ঢাকা মেডিকেলে আসছেই।
মঙ্গলবার(১৫ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে
মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কমিউনিটি সেন্টারের সামনে এলোপাতাড়ি কুপিয়ে দুই যুবককে যখম করেছে দুর্বৃত্তরা। তবে প্রাথমিকভাবে কে বা তারা তাদের কুপিয়েছে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন- মেহেদী (২২) ও হৃদয় (২২)।
আহত হৃদয় বলেন, আমিও মেহেদী রায়েরবাজার কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলাম। পাঁচ ছয় জনকে মেহেদির সাথে কথা কাটাকাটি করতে থাকে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আমাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। ঢাকা মেডিকেলে আমাদের চিকিৎসা চলছে।
সে আরও জানায়, মেহেদির সাথে পূর্ব কোন শত্রুতা থাকতে পারে সেটি আমার জানা নেই। তবে আমাদের যারা কুপিয়েছে তাদের তিনি কিন্তু নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তারা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ঢালের এদিকে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো জাফর বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তদন্ত শুরু করেছি। আহত দুই জনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত