মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলের এসব ঘটনায় কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
এর আগে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু হয়। প্রতিনিধিদের পাঠানো খবর।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে বিকেল সাড়ে ৪টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে জামাত-শিবিরের অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, পূর্বঘোষণা ছাড়াই জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তাঁরা। তাৎক্ষণিকভাবে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ফোরকানুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। বিকেলে পৌরশহরের বায়তুশরফ সড়কে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের একটি ভ্যান ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভাঙচুর করা গাড়িটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ব্যবহার করতেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, পুলিশের গুলিতে নয়, হামলায় সময় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেও জাননা তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত