ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
বাঘাইছড়িতে স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ ১৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধর প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন, ১৫ আগষ্টে শাহাদত বরণকারী শহীদদের স্মরণে দোয়া ফাতেহা পাঠ ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সহ বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর এক আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। বিশেষ অতিথিরা ছিলেন, মেয়র জমির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ কাইয়ুম ও সাগরিকা চাকমা, সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান,বাঘাইছড়ি থানা অফিসার্স ইনচার্জ ইশতিয়াক আহমেদ বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন সহ বিশিষ্ট জনেরা।
সভায় বক্তারা সকলে দিবসটির উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। এসময় মুক্তিযোদ্ধারা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী-বে-সরকারী কর্মকর্তাগণ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন। সভাশেষে গতকাল অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতার প্রতিটি আইটেমের ক,খ,গ বিভাগে ১ম, ২য়, ৩য় স্হান অধিকারী ৯ জন করে ৩৬ জনের বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।