বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ (১৫ আগস্ট) সকালে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিতকরণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। এতে অংশগ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক,ডাঃ মশিউর রহমান (এস এল পিপি)ঢামেক হাসপাতাল,ডাঃ ঝুটন চন্দ্র বনিক (আবাসিক চিকিৎসক), মোঃ গফুর (ওয়ার্ড মাস্টার) এবংমোঃ উজ্জল বেপারী (পিসি) আনসার।
দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল থেকেই বিনামূল্যে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিকেলে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।দুপুরে হাসপাতালের রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা সেবার জন্য বিনামূল্যে রোগীদের টিকিট দেওয়া হচ্ছে।
জাতীয় শোক দিবসের সঙ্গে সংগতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ ,চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ ও নাত প্রতিযোগিতা এবং ঢাকা মেডিকেলের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপন ও এল ই ডি বোর্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রচারের ব্যবস্থা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত