সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ
রাজবাড়ির পুর্ব পাড়ায় বসবাস করা অসহায় সুবিধা বঞ্চিত নারী, যৌনকর্মী ও শিশুদের মাঝে জাতীয় শোকদিবস ১৫ই আগষ্ট উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের অনুষ্ঠানের করা হয়েছে। দিনব্যাপি এ আয়োজনে পুর্বপাড়ার ২ হাজারেরও বেশি যৌনকর্মী,বৃদ্ধ নারী ও শিশুদের মাঝে উত্তরণ ফাউন্ডেশন নামক একটি সামাজিক প্রতিষ্ঠানের আয়োজনে এ খবার বিতরণ করা হয়। যার প্রতিষ্ঠাতা বাংলাদেশ টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। মঙ্গলবার ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। সারাদিন ব্যাপি এই আয়োজনে সার্বিকভাবে দায়িত্ব পালন ও কাজ করেন যৌনকর্মীদের উন্নয়নে গঠিত স্থানীয় অসহায় নারী ঐক্য সংগঠনের সহকর্মীরা। যার প্রতিষ্ঠাতা সভানেত্রী জুমুর বেগম।