মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার তৈচালাপাড়াস্থ ব্যাটালিয়ন সদরে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও যৌথখামার বিজিবি ক্যাম্পে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম।এসময় আরো উপস্থিথ ছিলেস রামগড় বিজিবির ডাক্তার ক্যাপ্টেন নুর হোসেন, জোন এডি রাজু আহাম্মেদ, পদস্থ বিজিবি কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
৪৩ বিজিবির অধিনায়ক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক দেশের সীমান্ত অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আওতায় আজ রামগড়ের স্থানীয় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে অত্র ব্যাটালিয়ন। তাছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসা প্রদান সহ জনকল্যাণমূখী কর্মসূচী পালন করছে বিজিবি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত