• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির ৭১ বিশিষ্ট কমিটি গঠিত দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা দুর্নীতির সাম্রাজ্যে বসে প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন আবদুর রশিদ! রোয়াংছড়ি থানায় উপস্থিত সুশীল সমাজের সাথে  মতবিনিময়- পুলিশ সুপার মুবাছড়ি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও হস্তান্তর সম্পন্ন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত কাপ্তাইয়ে অর্থনৈতিক শুমারিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্য প্রদান লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলনমেলা  মাইসছড়িতে মায়ের চোঁখের সামনেই শিশুর মর্মান্তিক মৃত্যু রাজস্থলীতে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘন কুয়াশায় মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দোয়া আলোচনা সভায় মানিকছড়িতে জাতীয় শোক দিবস পালিত

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ১৭১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

বাঙ্গালী জাতির জীবনে শোকাবহ ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসন, আ.লীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযুদ্ধা কমান্ড, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল ও অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি,বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পর সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী (ইউএনও) রক্তিম চৌধুরী।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফয়সাল কবির রির্জাস, সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো.আনচারুল করিমসহ সকল দপ্তর প্রধান ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। এর পর বীর মুক্তিযোদ্ধা, ব্যাটালিয়ন আনসার,আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনগুলো একের পর এক পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে শিক্ষার্থী ও বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ ও তাঁর অসমাপ্ত আত্মজীবনীর ওপর বক্তব্য রাখেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাকংন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বইয়ের ওপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিরা।

অন্যদিকে সকাল ৮ টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে কোরআন খতম ও মিলাদ অনুষ্ঠিত হয়। এর পর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

অপরদিকে জাতীয় শোক দিবসের তাৎপর্য নতুন প্রজন্মদের মাঝে তুলে ধরতে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসায় পৃথক পৃথকভাবে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন,রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন শিক্ষকেরা। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা শেষে শিশু-কিশোর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ