খুলনা জেলার কয়রা উপজেলায় আইনজীবী সহকারী (এ্যাড. ক্লার্ক) আহবায়ক কমিটির উদ্যোগে ১৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির বাবু প্রকাশ কুমার মন্ডল ও পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মোঃ আসাদুল হক ও সদস্য সচিব শাহারুল ইসলাম সবুজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা আইনজীবী ইউনিট বারের সভাপতি ও কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কমলেশ কুমার সানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক কয়রা আইনজীবী ইউনিটবার ও এপিপি এ্যাডভোকেট মোঃ গোলাম মোস্তফা , বাংলাদেশ লিগ্যাল এইড, কয়রা উপজেলা চৌকি কমিটির প্যানেল আইনজীবী এ্যাডভোকেট মোঃ আবুবকর সিদ্দিক, সিএসআই মোঃ মফিজুল ইসলাম, জিআরও মোঃ হুমায়ুন কবির।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ বায়জিদ হোসেন, পলাশ, মোঃ ইমদাদুল হক, মোঃ সবুজ হোসেন সোহান, নুর ইসলাম, আঃ জলিল সহ আইনজীবী সহকারী সমিতির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট কমলেশ কুমার সানা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যার হাত ধরে আজ ছোট বাংলাদেশের সৃষ্টি। তিনি ১৫ই আগস্টে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবাসহ সকল শহীদদের জন্য শ্রদ্ধা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত