তাজুল ইসলাম তাজ:-
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরবর্তী জেলা পরিষদের হল কক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিট।
উক্ত আলোচনা সভায় জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের চেয়ারম্যান অংশুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার শামসুল আলম, এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার বনিক রাসেল সহ ইকোসেক প্রকল্পের ফিল্ড অফিসার গণ উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সেক্রেটারী মাহফুজুর রহমান এর বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনী ও চলার পথে বিভিন্ন নেতৃত্ব কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধুর হত্যাকারী যাদের বিচার চলমান তাদের দ্রুতই বিচার করার দাবী পেশ করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই সহ বিভিন্ন বইগুলো পরার মধ্য দিয়ে রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের অনুপ্রেরণা দেন।
আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে ৩০ জন ও রাঙামাটি সরকারি কলেজ ইউনিট থেকে ২০ জন যুব স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন উপ-যুবপ্রধান-০২ সুজন তঞ্চঙ্গ্যা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত