স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির রামগড়ে ইসমাইল হোসেন (২৫) নামে এক কৃষকের গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের সোনাইরখিল গ্রামে।
পুলিশ সোমবার (১৪ আগস্ট) বিকেলে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে উপজেলার পাতাছড়া ইউনিয়নের সোনারইরখিল গ্রামের বাসিন্ধা মোঃ ইদ্রিস এর ছেলে। এ ঘটনায় রামগড় থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করে নিহতের লাশ ময়না তদন্তে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, চারদিন আগে ইসমাইল হোসেন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। কয়েকটি এনজিও সংস্থা ও ব্যক্তি থেকে ঋণ নিয়ে সময়মত পরিশোধ করতে না পেরে বেশ কিছুদিন মানসিক চাপে ভুগছিলেন তিনি। গতকাল রবিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে এসে আজ সোমবার দুপুরে ভাত খেতে শ্বশুর বাড়ি না যাওয়ায় স্ত্রী সলেমা বেগম স্বামীর খোঁজ নিতে বাড়ি এসে ঘরের সামনের দরজা বন্ধ পেয়ে পিছনের দরজার রশি কেটে ঘরে প্রবেশ করে রান্নাঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচানো স্বামীর লাশ দেখতে পায়। তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে থানা পুলিশে খবর দেয়।
নিহতের স্ত্রী সলেমা বেগম বলেন, আমার স্বামী বেশ কয়েকটি এনজিওর কাছে ঋণী। আয়ের সঙ্গে ব্যয় না মেলায় ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এমতাবস্থায় আমার বাপের বাড়িতে কয়েক দিনের জন্য বেড়াতে আসি। এনজিও'র লোকজন কিস্তির টাকার জন্য চাপ দিতে থাকা ও অভাব অনটনে তিনি দিশেহারা হয়ে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য আমান উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটি কৃষি কাজ করে সংসার চালাতো। ঋণ নিয়ে ঘর করেছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও তিনি জানান।
রামগড় থানার এসআই শামসুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিঊজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত