সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো গেলেই করোনার দ্বিতীয় ঢেউ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। তিনি বলেন আমরা একটি করোনা মুক্ত বাংলাদেশ গড়ে চাই। স্বাস্থ্য বিধি মেনে চললেই করোনার প্রকোপ থেকে বাঁচা সম্ভব। তাই তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
মঙ্গলবার (২৪মার্চ) দুপুর ১২টায় রাঙামাটি শহরের বনরূপা এলাকায় জেলা পুলিশের উদ্যোগে করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে জনগণের মাঝে মাস্ক বিতরণ কালে পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ইসমাইলসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত