মোঃ আলমগীর হোসেন , লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন ১নং আটারকছড়া ইউপি,র ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রুস্তম আলী ( রূপ চান) এর বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরে জমিনে পরিদর্শন গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অত্র এলাকার বাসিন্দা মোঃ মনির হোসেন জানান, মেম্বার মোঃ রুস্তম আলী রূপ চান অত্র এলাকার বাসিন্দাদের সরকারি টিসিবির পণ্য সরকারি ডিলার টিসিবির পণ্য বিতরণ করার কথা থাকলেও তিনি নিজেই উক্ত পণ্য বিতরণ করার নামে নিজের পছন্দের মানুষদের মধ্যে বিতরণ করেন এবং স্থানীয় দোকানে বিক্রি করাসহ আত্মীয় করন করেন। এ সব ব্যাপারে স্থানীয় আর্মিক্যাম্প, উপজেলা ও জেলায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান মনির হোসেন।
এছাড়াও এলাকায় সম্প্রতি অতিবৃষ্টির কারণে পাহাড় ধস ও ঘরবাড়ি তলিয়ে যাওযার পরিস্থিতি দেখতে গিয়ে অত্র ওয়ার্ডের ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি টিসিবির পণ্য বিতরণে অনিয়ম সহ বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে এলাকার সাবেক মেম্বার মোঃ আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, আমাদের অত্র ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রুস্তম আলী (রূপচান) এলাকার বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্ব করেন। তিনি এলাকার শালিসি বৈঠকে গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবজ্ঞা করে পক্ষপাত মূলক বিচার করেন। সরকারি বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণে আত্মীয় করণ করেন যা আমরা উপজেলা ও জেলা প্রশাসনের নিকট জানিয়েছি।
সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ফলে এলাকার ঘরবাড়ীতে পানি উঠে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানসামগ্রী বিতরণেও অনিয়মের অভিযোগ রযেছে উক্ত জনপ্রতিনিধির বিরুদ্ধে।
বন্ধ্যার পানিতে ক্ষতিগ্রস্থ গৃহিণী মুক্তা বেগম বলেন, কয়েক দিনের বৃষ্টিতে বুধবার আমার ঘর ও দোকান পানিতে ডুবে যায়, গতকাল শনিবার মেম্বার অন্যান্যদের চাল দিলেও আমি পাইনি।
মোঃ আবুল হোসেন বলেন, গত বুধবারে আমার নিজের কারখানাটি পানিতে তলিয়ে যায়, গতকাল শনিবার মেম্বার রূপচান ত্রাণ বিতরণ করলো অথচ তিনি আমাকে ত্রাণ দেননি, আমি চেয়ারম্যান কে জানিয়েছে। তিনি বলেন, আমার মতো বহু লোক পানিতে তলিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে ত্রানসামগ্রী পায়নি, অথচ মেম্বারের মামাসহ আত্নীয় স্বজনরা ত্রাণ পেয়েছেন, তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়নি।
অভিযোগকারীদের সত্যতা খুঁজতে গিয়ে এলাকায় ঘুরে দেখা যায়, তাহাদের মতো আরো অনেক লোকজন ত্রাণ পায়নি। সরকারি টিসিবির পণ্য বিতরণে এলাকার বাসিন্দাদের থেকে নির্ধারিত টাকার অতিরিক্ত আদায়, একজনের টিসিবির পণ্য কার্ডের মাল অন্যজনের নাম দিয়ে উত্তোলন সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ রুস্তম আলী রূপ চান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, টিসিবির পণ্য বিতরণে যে ডিলার রয়েছে তিনি আটারকছড়ায় পণ্য বিতরণ করার পর আমার এলাকায় পণ্য বিতরণ করার জন্য সময় কম পায়। তাই অনেকেই পণ্য নিতে পারে না। তাছাড়া যাদের কার্ড আছে কিন্তু পণ্য নেয় না। এসব সমস্যার কারনে পণ্যগুলো এনে ১০/১২ দিনে এলাকায় বিতরণ করে থাকি। দু'একজন লোক এটাকে নিয়ে বিরোধিতা করেছেন বলে জানান মেম্বার রূপচান ।
ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা জানায়, আটারকছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণে গুঞ্জন আসায় সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ইতিমধ্যে টিসিবির কার্ডগুলো গ্রাহকদের নিকট থেকে নিয়ে পরিষদে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য আজকে শনিবার পর্যন্ত ১৩০ টি কার্ডের মধ্যে ৭০ টি টিসিবির পণ্য বিতরণ কার্ড জমা দিয়েছেন।
টিসিবির পণ্য বিতরণে নিয়োজিত ডিলার মোঃ জাবেদ হোসেন বলেন, আটারকছড়া ইউনিয়ন পরিষদের টিসিবির পণ্য বিতরণ করার জন্য দুটি নির্দিষ্ট স্থানে পণ্য বিতরণ করার জন্য থাকলেও উত্তর ইয়ারিংছড়ি এলাকার গিয়ে পণ্য বিতরণে লোকজনের থেকে কার্ড পাওয়া যায় না, কার্ডগুলো থাকে ইউপি সদস্যের নিকট। তাই তিনি নিজের দায়িত্বে পণ্য বিতরণ করে থাকেন।
অভিযোগের ব্যাপারে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি তো নতুন এসেছি বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত