ঢাকা: গাজীপুরের বোর্ডবাজার এলাকার একটি বাসায় লিকেজ হয়ে গ্যাস জমে বিস্ফোরণে একই পরিবারের বাবা মা সহ ৩ জন দগ্ধ হয়েছেন।
রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বোর্ডবাজারের মুক্তারবাড়ি এলাকার জমির উদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন - জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মিনারুল ইসলাম (৩৫),
তাঁর বাবা মো. ফরমান মণ্ডল (৭৫) ও মা খাদিজা বেগম (৬৫)। রাতেই দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, গতরাতে দগ্ধ অবস্থায় নারী সহ ৩ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে মিনারুল ইসলামের ৯৫ শতাংশ,
ফরমান মণ্ডলের ৯৫ শতাংশ এবং তার স্ত্রী খাদিজা বেগমের ৫ শতাংশ বার্ন হয়েছে।
দগ্ধ মিনারুলের সহকর্মী মো. মাহবুবুর রহমান জানান, রাতে খবর পান গাজীপুরের বোর্ডবাজার কলমেশ্বর এলাকায় মিনারুলের ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডারটি অক্ষত থাকায় ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন রাত সাড়ে ১০ টার দিকে মিনারুলের মা চুলা জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন জ্বলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রান্না ঘরে থাকা মা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও তার পিতা ফরমান মন্ডল অগ্নিদগ্ধ হয়। এসময় তার স্ত্রী ও সন্তান পাশের অন্য একটি কক্ষে থাকায় রক্ষা পায়। বিস্ফোরণে ঘরের দরজা জানালা ভেঙে চুরমার হয়ে যায়।
এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত