মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান পরিচালনা করছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ আগস্ট) সকালে শুরু হয় এ অভিযান।
র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি জানান, ডিমের দাম নিয়ন্ত্রণে কাপ্তান বাজারে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
দেশে হঠাৎ করেই বেড়ে গিয়েছে ডিমের দাম। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থা মাঠ মনিটরিং করছে।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। সে হিসাবে এক পিস ডিমের দাম পড়ছে ১৫ টাকা। পাইকারি বাজার থেকে কিনলে ডিমের ডজন পড়ছে ১৬০ থেকে ১৬৫ টাকা।
সকালে রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান পরিচালনা করে
ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না রাখায় ২৪ টি প্রতিষ্ঠানকে ১১ লক্ষ্য ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল মাজহারুল ইসলাম । এখনো চলমান রয়েছে তাদের অভিযান কার্যক্রম।
ব্যবসায়ীরা বলছে, ডিম বিক্রয়কারী বড় প্রতিষ্ঠানগুলো বিক্রয় রশিদে দাম উল্লেখ করে না। ডিম নিতে অস্বীকৃতি জানালে ক্ষেত্রবিশেষে তাদের ডিলারশিপ বাতিল করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত