রিপন ওঝা, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সকল শাখার ন্যায় মহালছড়িতেও গ্রামীণ ব্যাংক সদস্যদের মাঝে ফলদ ও বনজ চারা বিতরণসহ রোপন করা হয়েছে।
৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষে চলতি বছরে গ্রামীণ ব্যাংকের ২০কোটি গাছের চারা লাগানোর অংশ হিসেবে চারা বিতরণের সময় শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন সেকেন্ড ম্যানেজার ধর্মপ্রীয় চাকমা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যে যে, ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক প্রথমবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী ব্যাংকটির পক্ষ থেকে ২৭ কোটি ৪৩ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক চলতি বছরে দারিদ্র্য বিমোচনে এ পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৪৭ কোটি টাকা জামানত বিহীন ঋণ বিতরণ করেছে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত