এফ এম সিফাত হাসান শেরপুর
১২ আগস্ট শনিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা এলাকা থেকে মহারশি নদীর পানিতে ডুবে নিখোঁজের দুদিন পর বিধবা বৃদ্ধা নারী সূর্য ভানুর (৮০) লাশ উদ্ধার করা হয়েছে। সূর্য ভানু উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও জিগাতলা গ্রামের মৃত আমির হোসেন (কৈয়া পাগলার) স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এর আগে তিনি গত ১০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে থেকে নিখোঁজ হন।
জানা যায়, গত ১০ আগস্ট বিকেল ৫ টার দিকে সূর্যভানু মহারশী নদী পাড়ি দিয়ে চতলগ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে পানির স্রোতে ভেসে যায়। বহু খোঁজাখুঁজি করেও গত দুই দিনে সূর্য ভানুর সন্ধান মেলেনি। শুক্রবার ঝিনাইগাতী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে শনিবার সকালে উপজেলার হাতিবান্ধা স্লুইচ গেইট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।