হাবিব আল মাহমুদ, সদর (বান্দরবান)
বান্দরবানে ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন।
বান্দরবানের বন্যায় চলমান সংকট নিরসনে এই সভা আহ্বান করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহিউদ্দিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহামুদুল হাসান পিএসসি এবং বান্দরবান ব্রিগেডের জিটুআই মেজর শায়েখুজ্জামান।
স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর মধ্যে উপস্থিত ছিল বিডি ক্লিন বান্দরবান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ, ভোলান্টিয়ার ফর বাংলাদেশ, টিম সোশ্যাল এক্টিভিটিস্ট, ইউ বাংলাদেশ, আনন্দ ফাউন্ডেশন, হিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইয়ুথনেট বান্দরবান টিম, স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ডেসপারেটলি সিকিং বান্দরবান সহ আরো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এসময় স্বেচ্ছাসেবীরা বান্দরবানে চলমান সংকট নিরসনে বিভিন্ন প্রতিবন্ধকতা উত্থাপন করেন এবং এ বিষয়ে বান্দরবান সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এসময় সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার বলেন,"এ দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের ভূমিকা অপরিসীম। অতীতেও যেকোনো সংকট নিরসনে স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করেছে।"
এ সময় তিনি স্বেচ্ছাসেবীদের যেকোন সমস্যায় এবং সাহায্যে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং সকল স্বেচ্ছাসেবীদের একই সাথে সমন্বয় করে কাজ করার আহবান ও জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত