ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপি নেত্রী জয়া প্রদাকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার রুপি জরিমানা করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) অভিনেত্রীকে এই শাস্তি প্রদান করেন চেন্নাইয়ের একটি আদালত।
জয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, থিয়েটারের কর্মীদের জন্য ইএসআই-এর অর্থ পরিশোধ করেননি তিনি। সেই সঙ্গে অভিনেত্রীর ব্যবসায়ীক অংশীদার রাম কুমার ও রাজা বাবুকেও দোষী সাব্যস্ত করা হয়েছে সংশ্লিষ্ট মামলায়।
জানা গেছে, চেন্নাইয়ে একটি থিয়েটারের মালিক ছিলেন অভিনেত্রী জয়া প্রদা। যেটা পরে বন্ধ হয়ে যায়।
অভিযোগের ভিত্তিতে ওই থিয়েটারের কর্মীরা জানান, তাদের বেতন থেকে অর্থ কেটে নেওয়া হলেও ইএসআই-এর অর্থ পরিশোধ করেননি জয়া। এর পরিপ্রেক্ষিতে জয়া প্রদা এবং তার সহযোগীদের বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোড় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়।
থিয়েটারের কর্মীদের সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে তারা জানান। অভিনেত্রী আশ্বাস দেন, কর্মীদের সব বকেয়া মিটিয়ে দেবেন। তিনি মামলা খারিজ করার আবেদন জানান। যদিও সেই আবেদন মঞ্জুর করেননি আদালত। পরিবর্তে তাকে ছয় মাসের জেল ও জরিমানার নির্দেশ দিয়েছেন।
তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে খুব অল্প বয়সেই দক্ষিণের সিনেমায় জনপ্রিয়তা অর্জন করেন জয়া। এরপর বলিউডে পাড়ি জমান তিনি।
১৯৭৯ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘সরগম’। এরপর একের পর এক হিট সিনেমা। সেই তালিকায় রয়েছে- ‘কামচোর’, ‘তোফা’, ‘এলান ই জঙ্গ’, ‘আজ কা অর্জুন’, ‘থানেদার’ ও ‘মা’-এর মতো জনপ্রিয় সিনেমা।
তবে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেন জয়া। পরে ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। শুরু হয় তার রাজনৈতিক জীবন। এরপর তিনি রাজ্যসভার সদস্য হন। লোকসভার সদস্যও হয়েছিলেন। ২০১৯ সালে অবশ্য তিনি বিজেপিতে যোগ দেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত