মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চলছে অভিযান। এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’।
শনিবার (১২ আগস্ট) ভোর থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও সোয়াট টিম এ অভিযান চালাচ্ছে।
অভিযানের অংশ হিসেবে জঙ্গি আস্তানা সন্দেহে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাকটিউলি এলাকার একটি বাড়ি ঘিরে রাখে সিটিটিসি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন ।
তিনি বলেন, মৌলভীবাজারে সিটিটিসি ও সোয়াট পরিচালিত অভিযানের নাম ‘অপারেশন হিলসাইড’দেয়া হয়েছে । সবশেষ তথ্যনুযায়ী সেখানে অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে খবর পেয়ে শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িতে ৫ জন পুরুষ ও ৪ জন নারী ছিলেন।
রাতেই কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করেন।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ করা একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার কারণে কোনও মানুষকে ওই এলাকায় যেতে দেয়া হচ্ছে না।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত