মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল সংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে অজ্ঞাত পুরুষের (৪০) অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
শনিবার(১২ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) শামীম বলেন, আমরা জানতে পারি কার্জন হলের সামনে ফুটপাতে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান সে আগেই মারা গেছেন। তার দেহটি অর্ধ গলিত ছিল।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। আশপাশের লোকমুখে জানতে পারি সে একজন ভবঘুরে ছিলেন। আমরা প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা করছি। বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গের রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত