াসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে নিয়ে বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করার দায়ে সৌরভ চৌধুরী (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
রোববার (২১ মার্চ) ভোর চট্টগ্রাম নগরের উত্তর নালাপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।
তিনি বলেন, ‘ফেসবুকে ধর্মীয় উষ্কানিমূলক মন্তব্য করায় গতকাল রাতে সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাউজান থানায় মামলা দায়ের হয়। এই প্রেক্ষিতে চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করি।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম জানান, গত ১৯ মার্চ ফেসবুকে ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেন পুরকৌশল বিভাগের শেষ বর্ষের ওই শিক্ষার্থী। তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ বিষয়ে শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হবে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে একই অপরাধে রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত