• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাছ সুরক্ষা অভিযান: পেরেক অপসারণে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি বান্দরবানে ‘আরুং আনৈই’ ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র শিক্ষা সহায়তা বিতরণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহালছড়ি থানা পুলিশের মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কক্সবাজার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন

যুক্তরাষ্ট্রে এক বছরে ৪৯ হাজারের বেশি আত্মহত্যা

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২৪৩ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

যুক্তরাষ্ট্রে আত্মহত্যার পরিমাণ নজিরবিহীন বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৪৯ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বৃহস্পতিবার (১০ আগস্ট) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মূলত ২০০০ সালের পর থেকে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে। ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটিতে আত্মহত্যার পরিমাণ ৩৭ শতাংশ বেড়েছে। ২০১৮ সালে দেশটিতে ৪৮ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছেন। যা ১৯৪১ সালের পর থেকে সর্বোচ্চ। তবে ২০১৯ ও ২০২০ সালে দেশটিতে আত্মহত্যা ৫ শতাংশ কমে এসেছিল। কিন্তু ২০২১ সালে আবার বেড়ে যায়। ওই বছর দেশটিতে ৪৮ হাজার ১৮৩ জন আত্মহত্যা করেন। আর পরের বছর অর্থাৎ ২০২২ সালে দেশটিতে ৪৯ হাজার ৪৪৯ জন আত্মহত্যা করে মারা যান। এর মধ্যে ৭৯ শতাংশই পুরুষ। সিডিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা সাধারণ ঘটনা হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ার বেসেররা বলেন, প্রতি দশজন আমেরিকানের মধ্যে নয়জন বিশ্বাস করেন এখানে মানসিক স্বাস্থ্য সংকটের সম্মুখীন হচ্ছে। সিডিসির রিপোর্ট আমাদের এটা উপলদ্ধি করায় যে, জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তবুও অনেকে সাহায্য চাওয়াকে দুর্বলতা মনে করে আত্মহত্যার পথ বেছে নেয়। আমাদের অবশ্যই মানসিক স্বাস্থ্যের এই কলঙ্ক দূর করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ