ফ্রান্সের পূর্বাঞ্চলীয় উইন্টজেনহেইম শহরের একটি প্রতিবন্ধীকেন্দ্রে অগ্নিকাণ্ডে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই ভবন থেকে ১৭ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে উইন্টজেনহেইমের কাঠের ওই বাড়িটিতে আগুন লাগে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট ২৮ জন ছিলেন। ছুটি কাটানোর উদ্দেশে তাঁরা নিকটবর্তী শহর ন্যান্সি থেকে এখানে এসেছিলেন। দুর্ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। তাই জীবন বাঁচানোর জন্য দ্রুত কিছু করা সম্ভব হয়নি।
আগুন লাগার খবর পেয়ে জরুরি পরিষেবাগুলো দ্রুত দমকলকর্মীদের সেখানে পাঠায়। এরপর আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঠিক কিভাবে সেখানে আগুন লাগে তা এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল জরুরি পরিষেবা বিভাগ। পরে দুই নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারে সন্ধান চলে। পরে তাঁদের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ‘ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। এই ঘটনায় ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত