গত কয়েক দিন ধরেই ডিমের দামের পারদ চড়ছেই। ক্রেতাদের অভিযোগ, কারসাজি করে বাড়ানো হচ্ছে ডিমের দাম। দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ডিমের দাম বেঁধে দেওয়া নিয়ে মুখোমুখি অবস্থানে বাণিজ্যমন্ত্রী ও প্রাণিসম্পদ মন্ত্রী। একজন আরেক জনের উপর দায় দিয়েই দায়িত্ব সারছেন তারা।
বাণিজ্যমন্ত্রী বলছেন, ডিমের বাজার দেখার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের নয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের। অন্যদিকে, প্রাণিসম্পদ মন্ত্রী বলছেন, কেউ অতিরিক্ত দামে ডিম বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার আইনগত কর্তৃত্ব এই মন্ত্রণালয়ের নেই।
৬ মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৫০ টাকা। চলতি সপ্তাহে খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সে হিসেবে একটি ডিমের দাম পড়ছে ১৪ টাকারও বেশি। বাড়তি দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে না বাণিজ্য মন্ত্রনালয়।
এ বছরের শুরুতে ফার্মের মুরগীর ডিমের ডজন ছিলো ১২০ টাকা। তখন একটি ডিম কিনতে খরচ হত ১০ টাকা। গত মাসের শেষ সপ্তাহ থেকে বাজারে দাম বাড়তে থাকে। এখন খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা। আর পাইকারিতে যার দাম দেড়শ টাকা।
বিক্রেতারা বলছেন, বাজারে ডিমের সরবরাহ কম। পাইকারিতেই আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। নিত্যপণ্যের বাজারে অন্যান্য পণ্যে পাশাপাশি ডিমের দামের ঊর্ধ্বগতি অস্বস্তিতে ফেলেছে ক্রেতাদের।
শুক্রবার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ডিমের দাম নিয়ন্ত্রণের দায় বাণিজ্য মন্ত্রণালয় নয়, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগে ।
তিনি বলেন, ‘ডিমের দাম আমরা ঠিক করতে পারিনা। এটা ঠিক করে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আমাদের জানার দরকার ডিমের এ্যাকচুয়াল প্রাইজটা সব খরচ মিলিয়ে লাভ সহ কত হওয়া উচিৎ। সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের ভোক্তা অধিকার সেটাকে বেইজ করে মাঠে নামতে পারে।’
বাণিজ্যমন্ত্রীর এ বক্তব্যে দ্বিমত জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘দাম বেঁধে দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কারণ বাজার ব্যবস্থাপনা কোনো ভাবেই এই মন্ত্রণালয়ের কোনো উইংয়ের এখতিয়াতে নাই। যদি বাজার ব্যবস্থাপনায় তারা কোনো সিন্ডিকেট করে অতিরিক্ত দাম ধার্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত অথরিটি আমাদের নাই। এটা ভোক্তা অধিকার আইনের অধীনে।’
গত বছরও আগস্ট মাসে দেশে ডিমের বাজার হঠাৎ অস্থিতিশীল হয়। তখন বাণিজ্যমন্ত্রী ডিম আমদানির হুঁশিয়ারি দেন। পরে কিছুটা নামে দাম।
ডিমের দাম নিয়ন্ত্রণে শনিবার সারা দেশে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।