আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
শোকাবহ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকান্ডের ৪৮তম বর্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শোক সমাবেশসহ নানা কর্মসূচী পালন করছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
১১ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ২নম্বর বাটনাতলী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে শোক সমাবেশ অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত শোক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ জব্বার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম মোহন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদের, মো. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শমশের আলী, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতা ও আ.লীগ বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চেয়েছিলেন। এর আগেই ঘাতকদের নির্মম বুলেটে তাঁকে শাহাদাৎ বরণ করতে হয়।’ বঙ্গবন্ধুর কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, ‘তিনি অত্যান্ত সৎ, উদার, দেশপ্রেমিক, সাহসী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মহান ব্যক্তিত্ব ছিলেন।
সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের সংগ্রামে তিনি মৃত্যু, জেল, জুলুমকে কখনও ভয় পাননি। মানুষের মুখ দেখেই তার দুঃখ দুর্দশা বুঝে যেতেন তিনি। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন।’ বক্তারা আরও বলেন, ‘এবার ১৫ আগস্ট আমাদের মাঝে ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। আমাদের প্রত্যয় হোক-১৫ই আগস্ট কে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে'। এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৭টায় ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত