রাজধানীতে আজও কর্মসূচি রয়েছে ১৪ দল ও বিএনপির। বিকেল চারটায় উত্তরায় শান্তি সমাবেশ করবে ১৪ দল। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
আর জুমার নামাজের পর এক দফা আন্দোলনের অংশ হিসেবে আলাদাভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি করবে গণমিছিল। উত্তরের গণমিছিল শুরু হবে বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে। রামপুরা হয়ে এটি শেষ হবে মালিবাগে।
দক্ষিণের গণমিছিল কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হবে। আর শেষ হবে মালিবাগ রেলগেটে। উত্তরের কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দক্ষিণে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশ নেবেন।
এদিকে, বাংলাদেশে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে বিএনপির ওপর বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন রয়েছে বলে গতকাল মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক জিয়া ও তার স্ত্রী জুবাইদা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে যুবদলের সভায় মির্জা ফখরুল আরও বলেন, সরকার তারেক রহমান ও তার পরিবারকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রেখেছে।
ফখরুল বলেন, নির্বাচনের আগে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সচল করে রায় দিচ্ছে, যাতে তারা আন্দোলনে অংশ না নিতে পারে।
এম আর//
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত