সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) দুপুরে নবাবগঞ্জ বাজারে থানা পুলিশের আয়োজনে জনগনের মাঝে করোনাভাইরা নিয়ে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষে বিনামূল্যে ২ হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় বাজারে চলাচল করতে দেখা যায়। পুলিশ তাদের ডেকে মাস্ক পরিধাণ করতে উৎসাহিত করেন। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অসোক কুমার চৌহান জানান, করোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার পদক্ষেপ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রাণঘাতি করোনাভাইরাসের এই ক্রান্তিকালে এলাকাবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধও করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত