রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মেলার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পারভেজ ১৮ ও মেহেদী হাসান(২০) নামে দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার(১০ আগষ্ট) দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
গুরুতর আহত পারভেজ জানান, আমি বসিলায় শাহিনুর মসজিদের চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ করে আমাকে এসে এলো পাথাড়ি কোপাতে থাকে। এ সময় মামুন নামে একজন কে আমি চিনতে পেরেছিলাম। পরে আমার পরিবারের লোক আমাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি।মেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়ে শুনেছি আমি মেলার সাথে জড়িত নই। তারপরেও তারা আমাকে কুপিয়ে আহত করেছে।
আহত মেহেদী হাসান বলেন, আমার বাসা মেট্রো হাউজিংয় এ। আমার বড় ভাইয়ের বাসা বসিলার মেলার ভিতরের ছয় নাম্বার গলিতে। আমি সাইকেল নিয়ে আমার ভাইয়ের বাসার নিচে গেলে ২০ থেকে ৩০ জনের একটি গ্রুপ এসে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে তারা চলে যায়। আমি কাউকে চিনতে পারিনি। পরে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এরপর পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার বছিলা বিটের ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) মোঃ শাহেদ বলেন, দুপুরে মোহাম্মদপুরের বসিলায় একটি ঘটনার খবর আমরা জানতে পেরেছি।আমরা ঘটনাস্থলে এসেছি। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা সেই তথ্য উপাত্ত যাচাই বাছাই করছি।
জানা যায়, মোহাম্মদপুরের বসিলায় সাপ্তাহিক একটি মেলা বসে। এই মেলাটি কে কেন্দ্র করে আজ দুপুরে টাকা ভাগাভাগি নিয়ে বসিলার মোল্লা শামীম, জ্যাক জাকির, হৃদয়,কালাম, সাঈদ, শাওন মুনতাকিম গ্রুপ ও মেট্রো হাউসিংয়ের মামুন,ডিশ আমিনুল(আমির) আমিনুল রাহিদ,সাগর,সুজন,মাসুদ, পাইটু আরিফ,কালাম গ্রুপের সাথে সংঘর্ষ হয়। এই দুই গ্রুপ আগে একই সাথে থাকতো পরে তারা টাকা ভাগাভাগি নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। দীর্ঘদিন এই মেলা বন্ধ থাকলেও হঠাৎ করে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবার মেলা বসিয়ে টাকা ভাগাভাগি নিয়ে আজকে সংঘর্ষ লিপ্ত হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত