এফ এম সিফাত হাসান, শেরপুরঃ
৯ আগস্ট বুধবার বিকেলে শহরের বিসিক শিল্পনগরী মাঠে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীকে ১৫পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ হাতেনাতে আটক করা হয়।
শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীকে এ কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে শহরের গৌরীপুর মহল্লার মো. মোফাজ্জল হোসেনের ছেলে কারীমুল আজমীর (২৯), সজবরখিলা মহল্লার মৃত আব্বাস আলীর ছেলে মো. আতিকুর রহমান আরিফ (৩০) ও নয়আনী বাজার মহল্লার মৃত আশরাফ আলীর ছেলে মো. আব্দুল্লাহ আল হাসান (৩৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪ টার দিকে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক, এসআই জসিম সঙ্গীয় ফোর্সসহ শেরপুর পৌরসভার উপকণ্ঠ বিসিক শিল্পনগরীতে মাদক বিরোধী অভিযান চালান। ওইসময় ১৫পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদকসেবী কারীমুল আজমীর, মো. আতিকুর রহমান আরিফ ও মো. আব্দুল্লাহ আল হাসানকে আটক করা হয়।
ওইসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন বিশ্বাস প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করেন। পরে তাদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত