মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার(খাগড়াছড়ি)
উপজেলার মেরুং ইউপির বন্যায় প্লাবিত হওয়া বিভিন্ন এলাকা থেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া ৪০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
১০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে নবাগত জেলা পুলিশ সুপার মুক্তা ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন উপকার ভোগীদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। যারমধ্যে ছিলো, চাল, আলু, তেল, মসুর ডাল, পিঁয়াজ, লবন, মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন।
এছাড়াও বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন এবং পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষ থেকে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন পুলিশ সুপার মুক্তা ধর।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম (খাগড়াছড়ি সার্কেল), অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী (দীঘিনালা থানা), ডিআইও ওয়ান আনোয়ার হোসেন, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত