মাগুরাতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, গ্রাম থেকে শহরে সব খানেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সম্প্রতি ডেঙ্গু রোগীদের জন্য আলাদা বিশেষ ইউনিট গঠন করেছে মাগুরা ২৫০ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে ৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সার্বক্ষণিক চিকিৎসা চলছে এই ইউনিটে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃমহসিন উদ্দিন জানান অন্য বারের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ একটু বেশি, এর কারণ দেশে প্রচুর গরম পড়ার কারণে মশা দ্রুত বংশবৃদ্ধি করছে , এই বিশেষ মশা আগের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে, এরা আগে শুধু বৃষ্টির পানিতে বংশবৃদ্ধি করতে পারতো কিন্তু এখন সবধরণের পানিতে বংশবৃদ্ধি করছে। ডেঙ্গু নিঃসন্দেহে একটি প্রাণঘাতী রোগ কিন্তু দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে আরোগ্য লাভ করা সম্ভব। ডেঙ্গু মূলত বর্ষা মৌসুমে বাড়ে, তবে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা গেলে ডেঙ্গু রোগ প্রতিহত করা সম্ভব, এজন্য রাতে মশারি ব্যবহার করতে হবে, কোয়েল জ্বালাতে হবে অথবা অন্যান্য মশা নিরোধক ঔষুধ ব্যবহার করতে হবে।