কক্সবাজারের উখিয়া উপজেলায় ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১-এর ই-ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মুফতি জামাল ক্যাম্প-১১-এর ই-ব্লকের বি-১১-এর বাসিন্দা।
অতিরিক্ত ডিআইজি আমির জাফর জানান, বৃহস্পতিবার সকালে ক্যাম্প-১১-এর ই-ব্লকে অজ্ঞাত তিন থেকে চার দুর্বৃত্ত জামালকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে আরসার সক্রিয় সদস্য হিসেবে ছিলেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত