টানা ৭ দিনের বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সকল ইউনিয়নের এবং পৌরসভার ৯ টি ওয়ার্ড বন্যায় প্লাবিত হয়েছে, আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ, উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে ২৭ মারিশ্যা জোন।
বুধবার (৯ আগস্ট) বিকাল ৬ ঘটিকায় নিজে উপস্থিত থেকে প্রতিটা আশ্রয় কেন্দ্রে গিয়ে বন্যার্তদের খোজ খবর নেন এবং খাবার বিতরণ করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লে: কর্ণেল শরীফুল্লাহ আবেদ পিএসসি।
বাঘাইছড়ি পৌর এলাকার ১ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স, মারিশ্যা স: প্রা: বিদ্যালয় ও মেসার্স শফি রাইস মিল। ২ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র আয়নামতি আজিজ পাড়া স: প্রা: বিদ্যালয়। ৩ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র মুসলিমব্লক স: প্রা: বিদ্যালয়।৪ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র কাচালং দাখিল মাদ্রাসা, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়, ৫ নং ওয়ার্ডে আশ্রয় কেন্দ্র কাচালং মডেল স: প্রা: বিদ্যালয়, ৭ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র বাঘাইছড়ি স: প্রা: বিদ্যালয় সহ বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা ছিলো উল্লেখযোগ্য।
খাবার বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর গন উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক বলেন, গত ৭ দিনের বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা যার ফলে নিন্মাঞ্চলের লোকজন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন এবং অনেকেই নিজ বাড়িতে কষ্ট করে আছেন, মারিশ্যা জোন ২৭ বিজিবি সর্বদা বন্যার্তদের সার্বিক বিষয়ে পাশে আছে। তিনি যেকোন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে জনগনের সাথে থাকার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত