মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া এক ব্যক্তি এফবিআই অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ১৫ মিনিটে ওটাহ রাজ্যের সল্টলেক সিটির দক্ষিণে প্রোভো শহরে অভিযানটি চালানো হয়।
নিহত ব্যক্তির নাম ক্রেগ রবার্টসন। অভিযান চালানোর আগে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল। কারণ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাজ্যটিতে সফরে আসছেন।
ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ প্রশ্নে বাইডেন এবং এক আইনজীবীকে নিয়ে ফেসবুকে হুমকি দিয়েছেন রবার্টসন।
অভিযোগ অনুসারে, মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকেও হুমকি দিয়েছেন রবার্টসন।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাইডেনকে হত্যার হুমকি দিয়ে তিনি লেখেন, শুনেছি বাইডেন নাকি উটাহতে আসছেন। আমার এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।
এফবিআই এজেন্টরা তখন রবার্টসনের সঙ্গে দেখা করেন। এজেন্টদের তিনি জানিয়েছিলেন, এসব পোস্ট তার ‘স্বপ্ন’। গ্রেফতার করতে চাইলে ওয়ারেন্ট নিয়ে আসতে হবে।
মঙ্গলবার আরেকটি পোস্টে রবার্টসন লেখেন, উটাহ সম্ভবত চলতি সপ্তাহে বিখ্যাত হয়ে উঠবে। কারণ একজন স্নাইপার মার্কসবাদী বাইডেনকে শেষ করে দেবে।
বাইডেন বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে প্রথম উটাহ সফর করবেন। একটি সামরিক হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি পার্ক সিটিতে তহবিল সংগ্রহের একটি আয়োজনে অংশ নেবেন তিনি।
সূত্র : বিবিসি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত