• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ের সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন শিক্ষার জন্য চাই আনন্দময় পরিবেশ বললেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মোসাম্মৎ কামরুন নাহার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি চট্টগ্রামের বিশেষজ্ঞ হোমিওপ্যাথ এর সাফল্যঃ আন্তর্জাতিক জার্নালে কেইস রিপোর্ট প্রকাশ খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি কাজ মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসন বাঘাইছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক বাবর লংগদুতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামী,র, কর্মী সমাবেশ নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ মানিকছড়ি শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- সভাপতি দেওয়ানজী, সম্পাদক সঞ্জয় মা‌টিরাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি দূর্গম পাহাড়ে জুম চাষ জুমচাষিদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন 

খাগড়াছড়িতে চার লেন সড়কের কাজ শুরু

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়িঃ / ৮৯০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২০

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়িঃ খাগড়াছড়ি পৌরবাসীর দীর্ঘদিনের প্রানের দাবি চার লেন সড়কের নির্মান কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সরকারের এডিবি-ওএফআইডির অর্থায়নে খাগড়াছড়ি পৌরসভার তত্বাবধানে ১৮কোটি ৯৭লক্ষ ৫৭হাজার ৬৮৩টাকা ১৪পয়সা ব্যয়ে খাগড়াছড়ি গেইট হতে চেঙ্গী স্কয়ার, মোহাম্মদপুর কবরস্থান হতে চেঙ্গী স্কয়ার ও ইসলামিয়া মাদ্রাসা গেইট হতে চেঙ্গী স্কয়ার পর্যন্ত চার লেন সড়কের নির্মান কাজ শুরু হয়েছে বলে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে পৌর মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলম বলেন, খাগড়াছড়ি পৌরসভার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় পর্যটন নগরী খাগড়াছড়ি জেলা শহরকে ঢেলে সাজানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে ও শহরের যানযট সমস্যা নিরসনে চার লেন সড়ক নির্মান কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি ২০২১ সালের ৩০ শে জুনের মধ্যে চার লেন সড়ক নির্মান কাজ শেষ হবে।

তিনি বলেন, চার লেন সড়কবর্তমানে খাগড়াছড়ি পৌরসভার তত্ত্বাবধানে আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৭ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট-ড্রেন নির্মান এবং ওর্য়াল্ড ব্যাংকের অর্থায়নে ৮ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় বিএমডিএফ পৌর সুপার মার্কেটের কাজ চলমান রয়েছে।

এছাড়া খাগড়াছড়ি পৌরসভা আগামী তিন বছর পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করতে আগামী অক্টোবরের মধ্যে কুয়েত ফান্ডের আওতায় প্রাথমিক পর্যায়ে ৪০ কোটি টাকাসহ মোট ৭৫ কোটি টাকার বরাদ্দ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ